সরকারের নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া ৩৬ জনের মধ্যে নতুন মুখ ১৪জন। বাকি সদস্যদের মধ্যে গত মেয়াদের মন্ত্রিসভায় ছিলেন ১৭ জন। আর পুরনোদের মধ্যে ৫জন নতুন মন্ত্রিসভায় ফিরেছেন। সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। নতুন সরকারের নতুন মন্ত্রিসভাকে ইতিবাচক হিসেবে দেখছেন রীজনীতির পর্যবেক্ষকরা।
বিভিন্ন সময় মন্ত্রী ও প্রতিমিন্ত্রীর দায়িত্ব পালন করে নিজেদের যোগ্যতার পরিচয় যারা মেলে ধরেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভায় তাদেরকেই বেছে নেয়া হলো সরকার পরিচালনায়। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যাদের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য যে ৩৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মধ্যে গত মেয়াদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা মন্ত্রী ও প্রতিমন্ত্রী আছেন ১৭ জন।
এই তালিকায় বর্ষিয়ান নেতা বিদায়ী সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে আছেন দলের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রীর দায়িত্ব পালন করা আনিসুল হক, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
মন্ত্রিসভায় পুরনো মুখ ৫জন। যারা বিভিন্ন সময় নানা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তারা হলেন, সাবেক বিমান পরিবহন ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং নৌ পরিবহন ও স্থানীয় সরকার উপমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
নতুন মন্ত্রিসভায় প্রথমবার ডাক পেযেছেন ১৪জন। এদের মধ্যে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ৭জন করে। সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, ময়মনসিংহ ৯ আসন থেকে বিজয়ী আব্দুস সালাম, রাজবাড়ির জিল্লুল হাকিম ও টেকনোক্রেট কোটায় চিকিৎসক সামন্ত লাল সেন।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদেন মেয়ে সিমিন হোসেন রিমি, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত মোহাম্মদ আলী আরাফাত, পটুয়াখালী থেকে নির্বাচিত মহিবুর রহমান, খাগড়াছড়ির কুজেন্দ্র লাল ত্রিপুরা, গাজীপুর ৩ আসন থেকে বিজয়ী রুমানা আলী, সিলেট ২ আসন থেকে বিজয়ী শফিকুর রহমান চৌধুরী ও টাঙ্গাইল-৬ আসন থেকে নির্বাচিত আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন মিন্ত্রসভার সদস্যরা।