রংপুরের হারাগাছ থানার বাহার কাছনা এলাকায় মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই পিয়ারুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পিয়ারুল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মারা যান।

পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ওসি শওকত হোসেন। নিহত পুলিশ কর্মকর্তার বাড়ি কুড়িগ্রামের রাজারহাটে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হারাগাছ থানার এসআই পিয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নগরীর বাহার কাছনা এলাকায় মাদক ব্যবসায়ী পলাশকে ১৫১ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় আসামি পলাশ পুলিশ কর্মকর্তা পিয়ারুলকে ছুরিকাঘাত করে। পরে তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।

হারাগাছ থানা ওসি শওকত হোসেন বলেন, মাদক ব্যবসায়ী পলাশকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।