প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদেও চিফ হুইপের নেতৃত্বে নবনিযুক্ত হুইপরা। বিকেলে (বুধবার) গণভবনে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

পরে অন্যান্য হুইপদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান চিফ হুইপ। এসময় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে হুইপরা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘দ্য বাংলাদেশ (হুইপ) অর্ডার, ১৯৭২’ অনুযায়ী, তাদের নিয়োগ দিয়েছেন। সংসদ সচিবালয় থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।