সৌদি আরবের সম্মতি পেয়ে আরেক দফা হজ নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। নতুন সময়সীমা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত হজ নিবন্ধন করা যাবে। বুধবার (২৪ জানুয়ারি) রাতে ধর্ম মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সনে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় থেকে হজ চুক্তির পূর্বেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও হজযাত্রী এবং হজ এজেন্সির বিশেষ অনুরোধে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২৫ জানুয়ারি থেকে ০১ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো।
জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয় এবং সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে হজ নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়িয়েছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তৃতীয় দফায় সময় বাড়ানো হবে কি-না তা সিদ্ধান্তহীনতার মধ্যে ছিল ধর্ম মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ১৮ জানুয়ারি হজের নিবন্ধন শেষ হয়েছে। আমরা হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের (হাব) সঙ্গে মিটিং করেছি। তাদের বলেছি, আমরা সময় আর বাড়াতে  চাই না। বাংলাদেশ সব দিক দিয়ে যখন এগিয়ে যাচ্ছে, তখন আমরা আর পিছিয়ে থাকতে চাই না।
তিনি বলেন, প্রতিবছরই বাংলাদেশের এজেন্সি মালিকরা এই কাজটি (সময় বিলম্ব) করে থাকেন। তাঁরা সব সময় চিন্তা করেন, শেষ সময়ে গিয়ে কম ভাড়ায় বাসা পান কি না, তাঁরা এই পলিসি গ্রহণ করেন। যে কারণে আমরা এই পলিসি বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তবে হজ এজেন্সি মালিকদের দুষলেও বক্তব্যের শেষে সৌদি সরকারের সঙ্গে সময় বাড়ানো নিয়ে কথা হয়েছে বলেও জানান তিনি। অবশেষে আজ তৃতীয় দফায় সময় বাড়ানো হয়েছে।