নির্বাচনের জন্য বিএনপিকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ দলটি হতাশায় ভুগছে। বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলের সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, নাশকতার অপচেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে।
আগামী ৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলের দিন সারাদেশে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ৩০ তারিখ আবারও কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে। সেদিন আপনারা লাল-সবুজ পতাকা নিয়ে গণতন্ত্র, শান্তি, উন্নয়ন সমাবেশ করবেন। সারাদেশে আমাদের নেতাকর্মীরা পাহারায় থাকবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শনিবার প্রথমবারের মতো শান্তি সমাবেশ করেছেন আওয়ামী লীগ। বিকেলে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এর আয়োজন করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন দলের নেতাকর্মীরা। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে বঙ্গবন্ধু এ্যাভিনিউ ও আশপাশ।
সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, বিএনপিকে জনগণ দেখিয়েছে কালো পতাকা আর বিদেশীরা দেখিয়েছে লাল পতাকা। আবার অশান্তি সৃষ্টির অপচেষ্টা হলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়নি। জনগণের ভোটে ক্ষমতায় বসেছে। আন্দোলনে ব্যার্থ হয়ে বিএনপি কালো পতকা মিছিল করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, কোথায় অক্টোবরের ২৮ তারিখ? এতদিন কোথায় ছিলেন গয়েশ্বর বাবু? বলেছিলেন, অলিগলি খুঁজে পাবো না, কে পালিয়েছে? কুড়াল মাছ খেয়ে পালিয়েছিলো কে? অলিগলি খুঁজে পাননি, যাবেন কোথায়? দেখতে দেখতে ১৫ বছর। সামনে আরও ৫ বছর। মানুষ বাঁচে কয় বছর? এই বছর না ওই বছর? রোজার আগে না রোজার পর।
আন্দোলন করে বিএনপি ভুয়া হয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আবার মাঠে নেমেছে। আন্দোলন করে তারা ভুয়া হয়ে গেছে। এই আন্দোলনে পাবলিক সাড়া দেয় না। অবরোধ ডাকে কেউ শুনে না, হরতাল ডাকে রাস্তায় যানজট। বিএনপির অবরোধ, হরতাল ভুয়া। বিএনপি মানেই ভুয়া।
তিনি বলেন, বিদেশিদের ভয় দেখায়। ৪১.৮ পার্সেন্ট ভোটারের ভোটে শেখ হাসিনা সরকার নির্বাচিত করেছে। এটা জনগণের সরকার। কোনো বিদেশিদের সরকার না। বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার। তারা কালো পতাকা মিছিল করে। কালো পতাকা মানে কী, শোকের মিছিল। কালো পতাকা ভুয়া।