পণ্যের বাজারজাতকরণ ব্যবস্থা উন্নত করায় সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলে কেউ অবৈধভাবে মজুদ করতে পারবে না বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন রমজান মাসসহ সারাবছর ফ্যামিলি কার্ডধারী দেশের এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্যপণ্য সরবরাহ করা হবে।

শনিবার সকালে, টাঙ্গাইলের নাগরপুর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকা যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় জিওব্যাগ দিয়ে নদীতীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, টিসিবি কার্ডের মাধ্যমে রমজানে এক কোটি পরিবারকে খাদ্যপণ্য সরবরাহ করা হবে। শুধু রমজানেই নয়, বছরের বারো মাসই সাধারণ মানুষের মাঝে টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য সরবারহ করা হবে। তিনি বলেন, পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে, তবে কোনো সিন্ডিকেট খাদ্যপণ্য মজুত করতে পারবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপত্বিতে নাগরিক সংবর্ধনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সন্ধ্যানী লাইফ ইনসুরেন্স কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান আনিস, নাগরপুর থানার ওসি এইচএম জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসানুল কবীর মুকুল, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক প্রমুখ।

স্মার্ট বাজার ব্যবস্থাপনা চালু করতে হবে : দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, বিকাল ৫টায় দেলদুয়ার উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে নিত্যপণ্য পৌঁছানো নিশ্চিত করতে আমাদের স্মার্ট বাজার ব্যবস্থাপনা চালু করতে হবে। তিনি বলেন, তেল, চিনি, আটা, চাল, খেজুর এসব পণ্য আমাদের যথেষ্ট মজুত রয়েছে। আগামী ৩ মাসে নিত্যপণ্যের কোনো সংকট হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভীনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু প্রমুখ।