দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ্বের খেলা শেষ করেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেখান থেকেও ম্যাচ জিততে পারেনি কিলিয়ান এমবাপের দল! দ্বিতীয়ার্ধে খেলতে দুই গোলের সঙ্গে হজম করতে হয়েছে লালকার্ডও। শেষে ভক্তদের হতাশ করে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে পিএসজি। লিগ ওয়ানের খেলায় ব্রেস্টের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। ম্যাচ জিততে না পারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছে পিএসজি।
রোববার (২৮ জানুয়ারি) রাতে পার্ক দে প্রিন্সেসে প্রথমার্ধ জুড়েই দাপট দেখিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৩৮তম মিনিটেই দলকে এগিয়ে দেন মার্কো অ্যাসেনসিও। বারকোলার পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। আর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে লিড বাড়ান কোলো মুয়ানি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
এরপর বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে ব্রেস্ট। ম্যাচের ৫৫তম মিনিটে ব্রেস্টের হয়ে ব্যবধান কমান মাহদি কামারা।
এরপর ম্যাচের ৮০তম মিনিটে দলকে সমতায় ফেরান পেরেইরা। তবে ম্যাচের ইনজুরি টাইমে তর্কে জড়িয়ে জোড়া হলুদ কার্ডের পর লাল কার্ড দেখেন পিএসজির ব্র্যাডলি বারকোলা। শেষ পর্যন্ত সমতায় থেকেই শেষ হয় ম্যাচটি।
এতে টানা দুই জয়ের পর লিগে পয়েন্ট হারাল ফরাসি জায়ান্টরা। তবে এই ম্যাচে ড্রয়েও পর লিগ টেবিলে রাজত্ব করছে পিএসজি। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ৩৫ পয়েন্টে টেবিলের তিনে ব্রেস্ট।