ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণসহায়তা দিয়ে আসা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিএ’কে এবার অর্থ দেয়া স্থগিত করেছে জাপান। গত বছরের ৭ই অক্টোবর ইসরাইলে চালানো হামাসের হামলার সাথে ফিলিস্তিনে নিযুক্ত ইউএনআরডব্লিউএ’র কর্মীরা জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

জাপান এমন সময় অর্থায়ন স্থগিত করলো যখন অভিযোগটি নিয়ে তদন্ত চলছে। এনিয়ে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১০টি দেশ এই তহবিলে অর্থায়ন স্থগিত করলো।

এক বিবৃতিতে জাপান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে ইউএনআরডব্লিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে, গত বছরের ৭ই অক্টোবর ইসরাইলে চালানো হামলায় জাতিসংঘের এই সংস্থাটির  কর্মীদের কথিত জড়িত থাকার অভিযোগ নিয়ে জাপান অত্যন্ত উদ্বিগ্ন।’ তবে গাজায় মানবিক পরিস্থিতির উন্নতির জন্য অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে সহায়তা অব্যাহত রাখার কথাও জানিয়েছে জাপান।

ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, সংস্থার কোনো সদস্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে জাতিসংঘ প্রধান অ্যান্টোনিও গুতেরেস জরুরি ভিত্তিতে স্বাধীন পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বিপদাপন্ন জনগোষ্ঠীকে সহায়তা প্রদানকারী তৎপরতায় দাতা দেশগুলোর প্রতি অর্থসাহায্য চালিয়ে নেওয়ার আহ্বানও জানান।

গত শুক্রবার যুক্তরাষ্ট্র জানায়, তারা জাতিসংঘের সংস্থায় অর্থ সাহায্য স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে অনুসরণ করে আরও কয়েকটি দেশও সহায়তা বন্ধের ঘোষণা দেয়। দেশগুলোর মধ্যে রয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইজারল্যান্ড ও জাপান।