আজ রাজধানী ঢাকার সাত স্থানসহ সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। একই কর্মসূচি করবে যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা রাজনৈতিক জোট ও দলগুলো।

আজ বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। সরকারের পদত্যাগও অধিবেশণ ডাকার  প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও সমমনা দলগুলো।

ঢাকাসহ সারা দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভার প্রতিটি ইউনিটের নেতা-কর্মী-সমর্থকরা এই কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ জানান, ‘অবৈধ ডামি সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি হবে।

রাজধানী ঢাকায় সাত স্থানে একযোগে এই কালো পতাকা মিছিল করবে মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি। এর মধ্যে পীরজঙ্গী মাজারে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, উত্তরা ১২ নম্বর সেক্টরে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নিউ মার্কেটে নজরুল ইসলাম খান, মিরপুর ৬ নম্বর সেক্টরের মসজিদ মার্কেটের সামনে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বাড্ডা সুবাস্তু নজর ভ্যালির সামনে ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, দয়াগঞ্জে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং যাত্রাবাড়ীতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্ব এসব কালো পতাকা মিছিল বের হবে। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ ছাড়া রাজধানীতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, পিপলস পার্টি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এবি পার্টি জাতীয় প্রেস ক্লাব ও বিজয় নগর পানির ট্যাংকের সামনে সমাবেশ ও কালো পতাকা মিছিল করবে।