দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলসহ নানা দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করছে বিএনপি জোট।

আজ(৩০ শে জানুয়ারি) রাজধানী ঢাকায় সাত স্থানে একযোগে এই কালো পতাকা মিছিল করবে মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি। দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভাতেও কালো পতাকা মিছিল করছে বিএনপি। একই কর্মসূচি করছে যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা রাজনৈতিক জোট ও দলগুলো।

মিছিল শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সরকারের বিরুদ্ধে তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি বলেন, ডামি নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছে সরকার। দেশে বিদেশে এই নির্বাচন প্রত্যাখ্যাত হয়েছে।

তিনি বলেন, ‘বিরোধীদল কারা হবে, তারা কে কী বলবে-করবে, স্বতন্ত্র লীগের ভূমিকা কী হবে সবকিছুরই পুতুল খেলার মতো সুতার গোড়া ধরে রাখবেন একজন। ডামি নির্বাচনের পর একটি অবৈধ সংসদ বহাল থাকা অবস্থায় ডামি শপথে অবৈধভাবে জন্ম গ্রহণ করা এই তথাকথিত দ্বাদশ সংসদ বাংলাদেশের ১৮ কোটি মানুষ এবং গণতান্ত্রিক বিশ্ব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই সংসদ জনগণের নয়, আমরা আর মামুদের। নামে-বেনামে-ছদ্মনামে সবাই আওয়ামী লীগের লোক। শেখ হাসিনাই এদের অন্নদাত্রী।’

রিজভীর মন্তব্য, ‘আওয়ামী লীগ এককভাবেই লুটেছে ২২৩টি আসন। ৬২ জন স্বতন্ত্র ডামি এমপির ৫৮ জনই আওয়ামী লীগের নেতা। সেই হিসাবে, ২৯৯ জনের মধ্যে ২৮০ জনই মূলত আওয়ামী লীগ নেতা। এর মধ্যে জাতীয় পার্টি শেখ হাসিনার আশীর্বাদের বিরোধী দল। এদেরও লালন-পালন করেন শেখ হাসিনা। শেখ হাসিনা দয়া করে ১১ আসন ছেড়ে দিয়েছেন তাদের জন্য।’