রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআইএর প্রতিষ্ঠাতা ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই সাথে দলের আরেক নেতা শাহ মাহমুদ কুরেশিকেও একই সাজা দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার) পাকিস্তানের একটি বিশেষ আদালত এই রায় দিয়েছেন।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পিটিআইয়ের এই দুই নেতার উপস্থিতিতে বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এই রায় ঘোষণা করেন। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাত্র এক সপ্তাহ আগে এ রায় দিলো আদালত।
২০২৩ সালের ২৩শে অক্টোবর পাকিস্তানের বিশেষ আদালতে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও ভাইস প্রেসিডেন্ট কুরেশিকে রাষ্ট্রীয়ে গোপন নথি ফাঁসের মামলায় অভিযুক্ত করা হয়। ক্ষমতা থেকে উৎখাতের প্রমাণ হিসেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একটি তারবার্তা ফাঁস করতে চেয়েছিলেন বলে মামলায় অভিযোগ আনা হয়। এই মামলায় আগেই ইমরান খানকে গ্রেফতার করেছিল পাকিস্তান পুলিশ। এরপর থেকে জেলেই রয়েছেন তিনি।