বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিহারী খেতে যাওয়ার পথে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার দরগাহ বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– তরিকুল ইসলাম (২২), রাকিব প্রামাণিক (১৭) ও মিজান (১৮)। তারা কাহালু উপজেলার দোগাছি ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা ও পেশায় কাঠমিস্ত্রি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাহালু থানার উপ-পরিদর্শক মাসুদ করিম বলেন, ‘তারা তিনজন একটি মোটরসাইকেলে করে কাহালু থেকে কাজীপাড়ার এক হোটেলে যাচ্ছিলেন নেহারি খেতে। পথে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে চলে যায়।’

তিনি জানান, ঘটনাস্থলেই তারিকুল ও রাকিবের মৃত্যু হয় এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিজান মারা যান।

তিনি আরও জানান, পেশায় তিনজনই কাঠমিস্ত্রি ছিলেন। মোটরসাইকেলে যাওয়ার সময় তাদের কারো মাথায় হেলমেট ছিল না। ট্রাকটি অজ্ঞাত হওয়ায় কাউকে আটক করা যায়নি।