আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থতা আর নির্বাচনে অংশ না নেয়ায় এখন চরম হতাশায় বিএনপি। তাই সব কিছুতেই বিরোধিতা করছে দলটি। বুধবার বনানীর সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মিয়ানমার সীমান্তের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন করে আর কোন রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না। আরাকান আর্মি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। এটা তারাই ঠিক করবে। তবে তাদের সমস্যা নিয়ে আমাদের কোন উদ্বেগ তৈরি হোক, সেটা কাম্য নয়।

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গারা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক যে সাহায্য ছিল, সেটা অনেক কমে গেছে। এমন অবস্থায় এই বোঝা আমরা আর কত দিন বইব?’

মন্ত্রী বলেন, ‘এটা মিয়ানমারের নিজস্ব সমস্যা। আরাকান আর্মিদের সঙ্গে সংঘর্ষ তাদের দেশের সমস্যা। তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা কী করবে, এটা তাদের ব্যাপার। তাদের সমস্যার জন্য আমাদের এখানে যেন কোনো শঙ্কা বা উদ্বেগ না হয়, সে বিষয়ে যারা যারা সংশ্লিষ্ট, তাদের সঙ্গে কথা বলব। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন। চীনের সঙ্গেও আমরা আলাপ–আলোচনা করছি।’

বিশ্ব ব্যাংকের সহায়তায় রেড সেফটি বিষয়ে প্রকল্প নিয়ে কথা বলেছেন সেতুমন্ত্রী। তিনি বলেন, বিশ্ব ব্যাংকের সহায়তায় ৪৯৮৮ কোটি টাকার রোড সেফটি প্রকল্প হাতে নেয়া হয়েছে । বাস্তবায়ণকারী সংস্থার মধ্যে রয়েছে সড়ক ও জনপদ বিভাগ, বিআরটিএ, বাংলাদেশ পুলিশ এবং ডিজিএইচএস।

তিনি বলেন, বিশ্বব্যাংক প্রস্তাবটির দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে রোড সেফটি প্রকল্প গ্রহণ করি। এই প্রকল্প এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে। আমি নিজে এর কাজ পর্যবেক্ষণ করবো।