বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে হাসপাতালে পৌঁছায় তাকে বহনকারী গাড়িটি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, বিকেল সোয়া ৫টার দিকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য চেয়ারপারসনকে গুলশানের বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে  তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে হাসপাতালে নেয়ার কথা জানান। 

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে দীর্ঘদিন ধরে তার পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন করে আসছে। তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন বলে জানান তার চিকিৎসকরা।
 
গুলশান-২ এ নিজ বাসা থেকে আনুমানিক ৬ টার দিকে হাসপাতালের উদ্দেশে বের হন তিনি। এর আগে বিকেলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ নেতাকর্মীরা তাকে দেখতে সেখানে যান। বাড়িটির গেটের বাইরেও নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে চলতি বছরের ১১ জানুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া। আবার আজ তাকে নেয়া হলো।

উল্লেখ্য, খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন বিএনপির চেয়ারপারসন। এরপর ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দিয়েছিল সরকার। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।