কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দাউদকান্দি-চাঁদপুর মহাসড়কের মহানন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতদের নাম, পরিচয় জানা যায়নি।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।