সারাদেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা এক হাজার ২৭টি। এছাড়া নিবন্ধিত হাসপাতাল রয়েছে ১৫ হাজার ২৩৩টি। রোববার হাইকোর্টে এই প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি আতাবুল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন জমা দেয়া হয়।
খৎনা করাতে গিয়ে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তার বাবা করা রিট মামলায় স্বাস্থ্য অধিদপ্তর তাদের প্রতিবেদন জমা দিয়েছে রোববার। আদালত তাদের কাছে সারা দেশে অবৈধ হাসপাতাল ক্লিনিকের তথ্য জানতে চেয়েছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সারাদেশে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা এক হাজার ২৭টি। আর নিবন্ধিত হাসপাতালের সংখ্যা ১৫ হাজার ২৩৩টি। আদালতকে জানানো হয়েছে- অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এক মাসের মধ্যে ব্যবস্থা নিতে বিভাগীয় পরিচালককে চিঠি দিয়েছে অধিদপ্তর।
আদালত প্রতিবেদন পাওয়ার পর শিশু আয়ানের মৃতুর ঘটনায় করা রিটের আদেশ দেয়ার তারিখ নির্ধারণ করেছে আগামী সপ্তাহে। গত ২৮ শে জানুয়ারি আয়ানের মৃত্যু ঘটনা তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে আদালত সে তদন্ত প্রতিবেদনকে লোক দেখানো বলে মন্তব্য করেন। এছাড়া শিশু আয়ানের প্রতি চিকিৎসকদের অবহেলা ছিল বলে উল্লেখ করেন আদালত।