পহেলা ফাল্গুন আজ। শীতের আড়মোড়া ভেঙে বিবর্ণতার খোলস ছেড়ে ফাল্গুনে সপ্রাণ সজীব প্রকৃতি। বসন্তের রঙ ছড়িয়ে পড়েছে দিকে দিকে। সেই রঙে রঙিন জীর্ণ প্রকৃতি ও ব্যস্ত নাগরিক জীবন। ফাগুন রঙে সেজে ভালোবাসার মানুষ ও স্বজনকে নিয়ে বসন্ত উৎসবে মেতেছে নগরবাসী।
দিনটি উপলক্ষে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় চলছে বসন্ত উৎসব। জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ ৩০তম বসন্ত উৎসবের আয়োজন এটি। সকাল সোয়া সাতটার দিকে বরেণ্য যন্ত্রশিল্পী সেতারবাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক জ্যোতি বন্দ্যোপাধ্যায়ের সেতারে রাগ বসন্ত মুখারী বাদনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
এরপর নৃত্য ও সংগীতের দল। বরেণ্য শিল্পীদের একক পরিবেশনার পাশাপাশি শিশু-কিশোরদের পরিবেশনা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিবেশনা রয়েছে। এ ছাড়া বসন্তকথন পর্ব, প্রীতিবন্ধনী বিনিময়, আবির বিনিময় আছে সকালের অনুষ্ঠানে।
এছাড়াও প্রতিবছরের মতো এবারও বেলা সাড়ে তিনটায় একযোগে পুরান ঢাকার বাহাদুর শাহ্ পার্ক ও উত্তরা দিয়াবাড়ির লেকসংলগ্ন মাঠে বসন্ত উৎসব উদ্যাপন পরিষদের উদ্যোগে ‘বসন্ত উৎসব ১৪৩০’-এর অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।