রাজশাহীতে বরই খেয়ে অসুস্থ হয়ে দুদিনের ব্যবধানে দুই বোনের মৃত্যু নিপাহ ভাইরাসে হয়নি। তবে ঠিক কী কারণে মারা গেছে, তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরীন গণমাধ্যমকে বলেন, ‘ওই দুই শিশুর নমুনা পরীক্ষা করা হয়েছে। তারা নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিল না।’

দুই শিশুর হঠাৎ মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু এটুকু বলতে পারি, নিপাহ ভাইরাসে তাদের মৃত্যু হয়নি। অন্য কোনো ভাইরাসে হয়েছে কি না, তা নির্ণয় করা হয়নি।’

রামেক হাসপাতালের পরিচালক বলেন, হাসপাতালে মারা যাওয়া মাশিয়া ও তার বাবা-মায়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তাদের নমুনা পরীক্ষায় নিপাহ ভাইরাস নেগেটিভ এসেছে। অন্য কোনো ভাইরাস বা রোগে তারা আক্রান্ত হতে পারে। তা জানার জন্য ঢাকার আইইডিসিআর পরীক্ষা করছে। সেসব প্রতিবেদন এলে জানা যাবে। তবে তাদের নিপাহ ভাইরাস হয়নি এটা নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, দুই শিশুর বাবা ভালো আছেন। তবে তাদের মা এখনও জ্বরে আক্রান্ত। এটা অন্য কারণেও হতে পারে।

এদিকে দুই বোনের মৃত্যুতে পুরো গ্রামজুড়েই চলছে শোক। তাদের মরদেহ দাফন করা হয়েছে বাড়ির আঙ্গিনায়।

নিহত দুই শিশুর নাম মুনতাহা মারিশা (২) ও মুফতাউল মাশিয়া (৫)। তাদের বাবা মনজুর রহমান (৩৫) রাজশাহী ক্যাডেট কলেজের গণিত বিভাগের প্রভাষক। তার স্ত্রী পলি খাতুন (৩০) গৃহিণী। তাদের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে। তবে তারা রাজশাহীর চারঘাটের সারদায় ক্যাডেট কলেজের কোয়ার্টারেই থাকতেন।