২০২৫ সালের এইচএসসি এবং সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। আজ (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
২০২৩ সালের ডিসেম্বরে মাসে ঢাকা শিক্ষা বোর্ড একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২৩ সালেও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেওয়া হয়েছিল।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার মত পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। এতে বলা হয়েছে, ২৮ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে ৩ ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।