রাজধানীর পূর্বাচলে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে কাল মঙ্গলবার। সাধারণত ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হলেও নির্বাচনের কারণে এবার মেলা কিছুটা পিছিয়ে যায়। পরবর্তীতে ১৫ জানুয়ারি মেলা শুরু হওয়ার কথা থাকলেও মেলা উদ্বোধন হয় ২১ জানুয়ারিতে।
বাংলাদেশের রপ্তানি পণ্যের আন্তর্জাতিক প্রচার ও প্রসার এবং বিদেশি আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে বাংলাদেশি আমদানি-রপ্তানিকারকদের মেলবন্ধনের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর ছিল এটি। মেলার সময় বাড়ানোর আবেদন করে ব্যর্থ হয়ে হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
অনেক ক্রেতাই বাণিজ্যমেলার শেষ সময়ে বিশেষ মূল্য ছাড়ে পণ্য কিনতে মুখিয়ে থাকেন। মেলার শেষ দিকে ক্রেতাদের টানতে বিভিন্ন প্রতিষ্ঠান সাধ্যমতো ছাড় দেয়। মূল্য ছাড়ের পাশাপাশি একটি কিনলে একটি ফ্রি বা প্যাকেজ আকারে মূল্যহ্রাস করেছেন ব্যবসায়ীরা।
মেলার শুরু থেকে ইলেকট্রনিক্স ও গৃহস্থলি পণ্যের স্টলে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। শেষ দিকে আরও গতি পেয়েছে স্টলগুলোর বিক্রি। পণ্য ভেদে ৫ থেকে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এ কারণেই আগ্রহ বাড়ছে ক্রেতাদের। মেলায় আগতরা পছন্দের পণ্য কিনে নিয়ে যাচ্ছেন।
মেলায় ঘোরাঘুরির চেয়ে কেনাকাটায় বেশি মনোযোগী ক্রেতারা। প্রত্যাশা পূরণ না হলেও ক্রেতার সংখ্যা বাড়ায় খুশি বিক্রেতারা।
ব্যবসায়ীরা মেলার সময় একদিন বাড়ানোর দাবি জানালেও তা আমলে নেয়নি আয়োজকরা। ফলে মঙ্গলবারই শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আয়োজন।