গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞের প্রতিবাদে ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের সামনে শরীরে আগুন দেয়া সেই মার্কিন বিমান সেনার মৃত্যু হয়েছে। স্থানীয় সোমবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফায়ার ডিপার্টমেন্ট জানায়, রোববার লোকটিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার ওই বিমান সেনার মৃত্যু হয়।

শরীরে আগুন দেয়া মার্কিন সেনা মারা গেছেন

এর আগে, গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞের প্রতিবাদে ওয়াশিংটনের ইজরাইলি দূতাবাসের বাইরে শরীরে আগুন ধরিয়ে দেয় অ্যারন বুশনেল নামের ওই বিমান বাহিনীর সদস্য। এ ঘটনার সাথে সাথেই আগুন নিভনো হলেও বুশনেরের অধিকাংশই পুড়ে যায়।

ইউনিফর্ম পরিহিত ওই বিমান সেনার শরীরে আগুন লাগানো আগ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। এতে দেখা যায়, তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করতে করতে তিনি নিজের শরীরে আগুন জ্বালিয়ে দেন। পরে মাটিতে লুটিয়ে পড়েন।