সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে আল শাবাবকে ৩-২ গোলে হারায় আল নাসর। এই ম্যাচে গোলের দেখা পান পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭৫০তম গোলের মাইলফলকও স্পর্শ করেন তিনি। তবে মাইলফলকের ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করে খবরের শিরোনাম হন রোনালদো। অশ্লীল অঙ্গভঙ্গি করায় নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন পাঁচবারে ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর অনৈতিক আচরণ অনুসন্ধানে নেমেছেন লিগের ডিসিপ্লিনারি কমিটি। তদন্তে রোনালদোর আচরণ অসঙ্গত প্রমাণিত হলে কয়েক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি।
গেল রোববার আল নাসরের বিপক্ষের ম্যাচে মেসির নামে স্লোগান দেয় আল শাবার সমর্থকরা। এর জবাবে ৩-২ গোলে ঐ ম্যাচটি জয়ের পর সেসব মেসি সমর্থকদের উদ্দেশ্যে বাজে অঙ্গভঙ্গি দেখান রোনালদো। যা এরই মধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সৌদি ফুটবল সমর্থক।