মিয়ানমারে সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান লড়াই আরও তীব্র হচ্ছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের কাওলিন শহরের প্রায় ৮০ শতাংশ এলাকা ধ্বংস করেছে জান্তা সৈন্যরা। দুই সপ্তাহ আগে প্রতিরোধ বাহিনীর কাছ থেকে শহরটি পুনরুদ্ধার করার পর থেকে সেখানকার বাড়িঘরে আগুন দিচ্ছে সেনা বাহিনীর সদস্যরা। স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে রাজ্যটির রামরি শহরে জান্তা বাহিনীর প্রায় ৮০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। খবর- দ্য ইরাবতি
থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতি’ তে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, শহরের আটটি ওয়ার্ডেই আগুন দেওয়া হয়েছে। শহরটির বড় একটি অংশ আগুনে পুড়ে গেছে। এছাড়া পাশ্ববর্তী অন্তত ১০টি গ্রামেও আগুনে পুড়িয়ে দিয়েছে সেন্যরা।
কাওলিনে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস। দুই পক্ষের সংঘাতে সেখানকার ২৫টি প্রামের মানুষ এখন বাস্তুচ্যুত।