পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ব্রিজ থেকে একটি যাত্রবাহী বাস উল্টে নদীতে পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
দুর্ঘটনাকবলিত বাসটি মালির শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো যাচ্ছিল। পথিমধ্যে বাগোই নদী পার হওয়ার সময় একটি সেতু থেকে সেটি উল্টে নদীতে তলিয়ে যায়। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে মালিতে এ দুর্ঘটনা ঘটে। দেশটির মালিয়ান শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় বাসটি সেতু থেকে উল্টে যায়। পরে এটি তলিয়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ‘চালকের গাড়ি নিয়ন্ত্রণে ব্যর্থতা’ এ দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।
দেশটির পরিবহণ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এদিন কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস বিকাল ৫টার দিকে সেতু থেকে ছিটকে পড়ে। যার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এ ঘটনায় নিহতদের মধ্যে মালিয়ান ও পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মালিতে প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনার ঘটে। মূলত দেশটির অনেক রাস্তা এবং যানবাহনের অবস্থা খুব খারাপ। এর পাশাপাশি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানো এবং গণপরিবহণে নিয়মকানুন মানতে শিথিলতাও দেশটির সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হয়।