ঢাকার বাতাসের মান আজ খুবই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে আবারও বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এলো রাজধানী ঢাকা।

আজ বুধবার (২৮শে ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা সুচক অনুয়ায়ী স্কোর নিয়ে ২৭৪ বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রযেছে ঢাকা।  স্কোর নিয়ে ১৯৩ বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের শেনইয়াং। শহরটির বায়ুর মান অস্বাস্থ্যকর।

দূষণ তালিকায় তৃতীয় অবস্থানে থাকা কিরগিজস্তানের বিশকেকের স্কোর ১৭৬ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের কলকাতা এবং চীনের আরেক শহর উহান।

রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। আর দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।