প্রায় পাঁচ মাস ধরে ফিলিস্তিনের গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলের হামলা। তাদের অবিরাম হামলায় প্রতিদিনই শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে। এরমধ্যে অধিকাংশই নারী  ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  এখন পর্যন্ত ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৭০ হাজারের বেশি মানুষ।

এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছে ৭৭ ফিলিস্তিনি। আহত ২৫০ জন। ২০টি মৃতদেহ কামাল আদওয়ান হাসপাতালে এবং ৫৭টি আল-শিফা হাসপাতালে নেয়া হয়েছে।

এছাড়াও গাজার নুসেইরাত, বুরেইজ এবং খান ইউনিসে ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে ৩০ জন নিহত হয়েছে।

হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, গাজার আল শিফা হাসপাতালে অপুষ্টি, পানিশূন্যতা ও দুর্ভিক্ষের কারণে শিশুরা মারা যাচ্ছে। এ ধরনের মৃত্যু ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

তবে মধ্যস্থতাকারীরা বলছে, ইসরাইল ও হামাসের মধ্যে কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। ত্রাণ সংস্থাগুলো গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ হতে পারে বলে সতর্কতা জারি করেছে।