রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টেুরেন্টে লাগা আগুনে ৪৩ জনের মৃত্যু হয়েছে। ২২জন আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন আগুনের ঘটনা পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে লাগা আগুন ১৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ৭৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এরমধ্যে অচেতন অবস্থায় ৪৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, বার্ন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটি থেকে মোট ৭৫জনকে উদ্ধার করা হয়েছে। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।