ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ক্ষুধার যন্ত্রাণায় ক্রমেই দীর্ঘ হচ্ছে প্রাণহানির তালিকা। হাসপাতালগুলোতে অসুস্থ শিশুদের ভিড়, বিশুদ্ধ পানি এবং খাবারের অভাবে আশংকাজনকহারে ছড়াচ্ছে সংক্রামক রোগ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসাস বলেছেন, উত্তর গাজার শিশুরা অনাহারে ও পানিশূন্যতায় মারা যাচ্ছে। মারাত্মক মাত্রায় অপুষ্টি শিকার হচ্ছে শিশুরা। জ্বালানি, খাদ্য ও চিকিৎসা সরবরাহের গুরুতর ঘাটতি হাসপাতালগুলোতে। হাসপাতাল ভবনগুলোও ধ্বংস করে দেয়া হয়েছে।
সম্প্রতি আল-আওদা এবং কামাল আদওয়ান হাসপাতাল পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল। হাসপাতাল পরিদর্শনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি গাজার এমন মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেন। আরও উল্লেখ করেন খাবারের অভাবে গাজায় ১০ শিশুর মৃত্যু হয়েছে।
এরআগে, রোববার কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতার কারণে ১৫ শিশু মারা গেছে।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গাজার মানবিক পরিস্থিতি অসহনীয়। মানুষ খাদ্য, পানি, ওষুধের জন্য মরিয়া। গাজায় সহায়তা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।