ফরিদপুরের ভাঙ্গায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৩ জন নিহত হন। এসময় আহত হন আরো অন্তত: ১০ জন। বৃহস্পিতবার(৭ই মার্চ) দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম (৪৫) পাবনা জেলার সাথিয়া থানা এলাকার মৃত ইদ্রিসের ছেলে। নিহতদের মধ্যে বাকি দু’জনের পরিচয় জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আনম জানান, বরগুনা থেকে ঢাকাগামী ইমরান পরিবহনের একটি বাস রাত দুইটার দিকে ভাঙ্গার চুমুরদি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নেয়ার পথে মারা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা থেকে ঢাকাগামী ইমরান ট্রাভেল পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচ ঘটনাস্থলে পৌঁছলে তা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ৯৯৯-এ কল দিয়ে জানানো হলে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা চালান।

ওসি আব্দুলাহিল বাকি জানান, একজনের পরিচয় মিলেছে বাকিদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাসটি থানা হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।