ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে আবারও বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন ইকরামুল হক টিটু।
ঘড়ি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কী টজু হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৯৩৫ ভোট। এ ফলাফলে ইকরামুল হক টিটু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১ হাজার ৫৬৪ ভোট বেশি পেয়েছেন।
শনিবার (৯ই মার্চ) সন্ধ্যা সোয়া সাতটায় সিটি করপোরেশনের ১২৮টি কেন্দ্রের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা । তিনি মেয়র নির্বাচনে ইকরামুল হক টিটু কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচনে ভোটগ্রহণ হয়।
এ নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী ছাড়াও নগরের ৩৩টি ওয়ার্ডে ১৪৯ জন সাধারণ কাউন্সিলর এবং ১১টি আসনে মোট ৬৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়াই করেছেন। তবে নগরীর ১১ নম্বর ওয়ার্ডে ফরহাদ আলম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কাউন্সিলর পদে মোট ৩২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৩২ পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬৫৫ নারী ভোটার রয়েছে। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু সিটি করপোরেশনের প্রথম ভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন।