কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে শেষ আটে উঠে গেল মেসি সুয়ারেজরা। প্রথম লেগে ন্যাশভিলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ইন্টার মায়ামি। তাই দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠেছে মায়ামি। মেসি-সুয়ারেজ দু’জনই গোলের দেখা পেয়েছেন। বাকি গোলটি করেছেন রবার্ট টেলর।

বুধবার (১৩ই মার্চ) রাতে ঘরের মাঠে খেলা হলেও আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল ন্যাশভিল। তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। মেসির অ্যাসিস্টে ম্যাচের ৮ মিনিটেই দলকে এগিয়ে দেন সুয়ারেজ।

এরপর ম্যাচের ২৩ মিনিটে বক্সের মধ্যে ক্ষীপ্র গতিতে এগিয়ে গিয়েছিলেন সতীর্থ গোমেজ। সেখান থেকে তার দেওয়া পাসে দ্বিতীয় গোলটি তুলে নেন আর্জেন্টাইন অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে মেসিকে তুলে নেওয়ার পর মায়ামির ওপর চড়াও হওয়ার ইনটেন্ট দেখায় ন্যাশভিল। শটও নিয়েছিলেন লুকাস ম্যাকনটন। দারুণভাবে সেটি সেভ করে তাকে হতাশ করেছেন মায়ামি গোলকিপার ক্যালেন্ডার। তার পর তো সুয়ারেজের চিপ থেকে টেইলর তৃতীয় গোল করে ন্যাশভিলকে ম্যাচ থেকেই ছিটকে দিয়েছেন।

শেষ দিকে স্যাম সারিডজের সান্ত্বনা সূচক গোলের আগে হ্যানি মুখতারের একটি গোল অফসাইডে বাতিল হলে আর গোল পাওয়া হয়নি ন্যাশভিলের।