বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও অনুর্ধ্ব-১৮’এর সাফজয়ী ফুটবলার মোসাম্মত রাজিয়া খাতুন মারা গেছেন। ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বুধবার রাতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফ জয়ী রাজিয়া খাতুন। সাতক্ষীরার কালীগঞ্জে লক্ষীনারায়নপুর গ্রামে ফুটফুটে শিশুর আগমনে বাড়িতে ছিল সীমাহীন আনন্দ। কিন্তু কে জানতো ভোর হতেই তা রুপ নেবে বিষাদে। অসুস্থ হয়ে ঘণ্টা খানেকের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মা রাজিয়া সুলতানা।

রাজিয়ার খালাতো ভাই মো. রোকোনুজ্জামান মোড়ল বলেছেন, ‘বুধবার রাতে রাজিয়া গ্রামের বাড়িতে একটি পুত্র সন্তানের জন্ম দেন। এরপর তার কিছু জটিলতা দেখা দেয় এবং ভোর ৪টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।’

অবস্থা খারাপ হওয়ায় রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গিয়েও রাজিয়াকে বাঁচানো যায়নি। রোকনুজ্জামান আরও বলেছেন, ‘জটিলতা দেখা দেওয়ার পর রাতে অ্যাম্বুলেন্স আনা হয়েছিল। কিন্তু একটা সময় অবস্থা ভালো হওয়ায় সেই অ্যাম্বুলেন্স ফেরত পাঠানো হয়। এরপর ভোরের দিকে হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজিয়া। পরে আবার অ্যাম্বুলেন্স এনে তাকে সাতক্ষীরা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’ আজ বৃহস্পতিবার বাদ আসর রাজিয়াকে দাফন করার কথা রয়েছে।

২০১৮ সালে রাজিয়া বাংলাদেশ নারী দলের হয়ে জিতেছিলেন সাফ অনুর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের শিরোপা। জাতীয় দল থেকে বাদ পড়লেও তিনি নারী ফুটবল লীগে নিয়মিত খেলছিলেন।