ঢাকার বাতাসের মান আজও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। স্কোর ১৬৫ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি।

আজ বুধবার (২০ শে মার্চ) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

এদিকে, তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর ২৬৫।  ফলে সেখানকার বায়ু আজও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সূচকে স্কোর ২৬৫ নিয়ে  দ্বীতিয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ফলে সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। আর স্কোর নিয়ে ১৮৭ নিয়ে  তৃতীয়  অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। আর দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা ও দূষণ থেকে রক্ষা পেতে ঘরের জানালা বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাঁদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা মানুষেরা। তাঁদের প্রতি বিশেষ যতœবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।