ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৯ জন নিহত ও ২৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

শনিবার (২৩ মার্চ) যুদ্ধবিধ্বস্ত গাজার আল-কুয়েত গোলচত্বরের কাছে কয়েক হাজার ফিলিস্তিনি আটা ও সাহায্যের জন্য জড়ো হলে জড়ো হলে সেখানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের দক্ষিণ-পূর্বে আল-কুয়েত গোলচত্বরের কাছে অপেক্ষারত হাজার হাজার বেসামরিক নাগরিকের ওপর গুলি চালায় ইসরাইলের সেনাবাহিনী। আটা এবং সাহায্যের ব্যাগগুলো নেয়ার জন্য অপেক্ষা করছিল অভুক্ত মানুষজন। আহতদের নিকটবর্তী আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, ইসরাইলের সেনাবাহিনী সাহায্যপ্রার্থী জনতার ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে। এমনকি সাহায্য নিতে আসা এসব মানুষের ওপর গুলি চালানোর খবর ভুল বলেও দাবি করেছে ইসরাইল।

মধ্য গাজার দেইর আল-বালাহতে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কয়েক শিশুকে আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া, গাজার দক্ষিণের রাফা শহরের একটি বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে বেশ কয়েকজনের নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে।