বাংলা বর্ষবরণ উদযাপন অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করা এবং আতশবাজি ও ফানুস না উড়ানোসহ ১৩টি নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
বুধবার (২৭ শে র্মাচ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব নির্দেশনা দেয়া হয়। পরে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ১৩ দফা নির্দেশনার কথা জানানো হয়। নববর্ষ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।
বাংলা নববর্ষ উদযাপন নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালানোর চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।