ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্ব পাশে ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ১৪ সদস্যের সফরসঙ্গী নিয়ে তিনি পরিদর্শন করেন। পরে তিনি সড়কপথে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

এরআগে, দুপুর সোয়া ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছান রাজা। পরিদর্শন শেষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অবস্থিত সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানের উদ্দেশ্যে রওনা হন তিনি।

কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে যাচ্ছে ভুটান। বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলায় গড়ে উঠবে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’।