বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আগামী কোরবানির ঈদ পর্যন্ত দেশে আমদানী তেল ও চিনি নিয়ে কোন সমস্যা নাই। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ১২ মাস নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিচ্ছে সরকার।

এসময় প্রতিমন্ত্রী আরো জানান, আজ (৩১শে মার্চ) রাতেই ভারত থেকে আরও ১ হাজার ৬৫০ মেট্টিক টন পেঁয়াজ আমদানি হয়ে দেশে ঢুকবে। আহসানুল ইসলাম জানান, আমদানি হওয়া পেঁয়জ প্রতি কেজ ৪০ টাকা দরে ঢাকা ও চট্টগ্রামে উন্মুক্ত পদ্ধতিতে বিক্রি করা হবে।

এসময় প্রতিমন্ত্রী মন্তব্য করেন, গত কয়েক বছরের তুলনায় এবারের রমজানে দ্রব্যমূল্য পরিস্থিতি ভালো আছে।