আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের গজনি প্রদেশের গেরু জেলায় ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় ৯ শিশু নিহত হয়েছে। রোববার (৩১ শে মার্চ) একদল ছেলে-মেয়ে খেলার সময় এ বিস্ফোরণ হয়। গাজনির পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ মেয়ে শিশু এবং চার ছেলে শিশু রয়েছে। তাদের বয়স চার থেকে ১০ বছর।
নিসার এএফপিকে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের সময় থেকে একটি অবিস্ফোরিত মাইনটি যখন তারা নিয়ে খেলছিল তখন বিস্ফোরিত হয়। দুর্ভাগ্যক্রমে এ বিস্ফোরণে নয় শিশু নিহত হয়।
গজনি পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে পাঁচজন মেয়ে ও চারজন ছেলে। তাদের বয়স চার থেকে দশ বছর।
দেশটিতে ১৯৭৯ সালের সোভিয়েত আগ্রাসন এবং পরবর্তী গৃহযুদ্ধে কয়েক দশক ধরে চলা সংঘাতের কারণে আফগানিস্তানে এখনো প্রচুর অবিস্ফোরিত মাইন, গ্রেনেড এবং মর্টার ঝুঁকিপূর্ণ অবস্থায় বিভিন্ন স্থানে রয়েছে। যা বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।