মিয়ানমারের কারেন রাজ্যের মুতরাও জেলার একটি মঠে সেনাবাহিনীর বিমান হামলায় ৬ জন নিহত হয়েছে। ওই মঠে প্রায় দুইশো বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছিলো।
কারেন রাজ্যের জান্তা বিরোধী গোষ্ঠী ও তাদের সহযোগী যোদ্ধারা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
এর আগে, কারেন রাজ্যের হাপাপুন শহরের নিয়ন্ত্রণে নেয় কারেন ন্যাশনাল ইউনিয়ন- কেএনইউ। তাদের সাথে লড়াইয়ে যোগ দিয়েছিলো পিপল ডিফেন্স ফোর্স-পিডিএফ ও সহযোগী মিত্ররা। শহরটি এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
এদিকে, সেনাবাহিনীতে জোরপূর্বক নিয়োগ দেয়া যুবকদের ইয়াংগুন অঞ্চলের তাইক্কি শহরে প্রথম সামরিক প্রশিক্ষণ দেয়া শুরু করেছে মিয়ানমারের সামরিক সরকার। গত সপ্তাহে এই প্রশিক্ষণ শুরু হয়েছে বলে জানানো হয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যমগুলোতে।
উদ্বোধনী অনুষ্ঠানের ছবিতে দেখা যায়, বেসিক মিলিটারি ট্রেনিং স্কুলে জান্তা সমর্থকরা ড্রাম, ফুলের মালা এবং খাবারের সাথে শত শত যুবককে স্বাগত জানাচ্ছে।
ইয়াংগুনের বাসিন্দারা বলছেন, যুবকদের সামরিক চাকরিতে বাধ্য করা হচ্ছে। যুবকদের জান্তা কর্তৃপক্ষের জারি করা চিঠির মাধ্যমে প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছে।