দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী সপ্তাহে দেশে ঝড়-বৃষ্টি বাড়তে পারে জানিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপাতত সিলেট অঞ্চল ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হচ্ছে না। মঙ্গলবার সিলেটে ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল তাপমাত্রা আরও বাড়বে, যা থাকবে কয়েকদিন। তবে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
চৈত্রের শেষ দিকে এসে বেড়েছে গরম। ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
প্রখর রোদে বাইরে বের হওয়াই দায়। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে গরম। দুপুরের তীব্র রোদে হাঁসফাঁস অবস্থা সবার। তবুও জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন কর্মজীবী মানুষ। সুযোগ পেলে কেউ কেউ জিরিয়ে নিচ্ছেন। গরমের কারণে হাসপাতালে বেড়েছে রোগী।
আবহাওয়াবিদ মো আব্দুর রহমান খান জানান, তাপপ্রবাহ আরও বি¯তৃত হবে। আগামী দুই তিন দিন বেশ গরম থাকবে।
তবে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সপ্তাহের শেষ দিকে বৃষ্টি হতে পারে রাজধানীতে।