বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নেও চীনের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করতে গেলে তিনি এ আহবান জানান। বাংলাদেশ চীনের কাছ থেকে কী ধরনের সহায়তা চায়, সেবিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে চীনা রাষ্ট্রদূত। এদিকে, পরাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে।

বুধবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। বাংলাদেশের উন্নয়নে চীনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চীনের কারিগরি সহায়তায় পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ার ফলে যোগাযোগ ক্ষেত্রে বিরাট সাফল্য এসেছে।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, আলাপচারিতায় দেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আর্থ সামাজিক উন্নয়নে চীনের আরো সহায়তা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় পায়রায় পরিকল্পিত গভীর সমুদ্রবন্দরে চীনের কাজ করার সুয়োগ আছে বলেও জানান তিনি। বাংলাদেশ কোন কোন ক্ষেত্রে চীনের সহায়তা চায়, সে বিষয়গুলো তুলে ধরে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বাংলাদেশকে অনুরোধ করেছেন চীনা রাষ্ট্রদূত। কৃষি, গ্রীণ এনার্জি, আইসিটি ও ম্যানুফাকচারিং খাতে চীন কাজ করতে আগ্রহী বলেও জানান চীনা রাষ্ট্রদূত। এসময় আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানান ইয়াও ওয়েন। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে চীন সরকার কাজ করছে বলেও জানান রাষ্ট্রদূত।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রণালয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। এসময় তিনি জানান, তার এ সফরে প্রযুক্তি বিষয়ে সহায়তামূলক একটি চুক্তি এবং নিরাপত্তা, ক্রীড়া ও কৃষি খাতে সহায়তা বৃদ্ধির জন্য তিনটি সমঝোতা সই হতে পারে।

ভারতের জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করতে পারেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।