ভারতের তেলেঙ্গানায় এক রাসায়নিক কারখানার চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণে পাঁচ জন নিহত হয়েছে। কারখানার ভেতর আটকা পড়েছে আরও আট থেকে দশজন।
স্থানীয় সময় বুধবার (৩রা মার্চ) বিকেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা।
স্থানীয় সংবাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের সময় ভবনে ৫০ জন লোক ছিল। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে ওই কারখানার ম্যানেজারও রয়েছেন। আহতদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, ওই কারখানায় রাসায়নিক দ্রব্য থাকায় আবারও বিস্ফোরণের শঙ্কা রয়েছে। কতৃপক্ষ ওই কারখানার আশেপাশের মানুষদের সরিয়ে দিয়েছে।
ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বেড় হচ্ছে। যা দেখে বিস্ফোরণের তীব্রতা সম্পর্কে আঁচ করা যায়।
এর আগে সোমবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি কটন মিলে আগুন লাগে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর এক সপ্তাহ আগে একটি খাদ্য উৎপাদনের কারখানায় আগুনের ঘটনা ঘটে।