বান্দরবানে কারা অস্থির পরিস্থিতি করেছে এবং কাদের সহযোগিতা ছিলো – এই সব কিছু বের করে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি সকালে বান্দরবানের অশান্ত এলাকাগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে বলেন, ‘আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে যাবো। কোনক্রমে আইনশৃঙ্খলা ভঙ্গ করতে দেবো না। এই শান্তিপ্রিয় জায়গায় অশান্তি হোক আমরা চাই না।’
পার্বত্য উপজেলাটির ব্যাংকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হামলার বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রুমা এমনই একটি জায়গা, যে জায়গায় আমরা কোনোদিন এ ধরনের একটা অশান্ত পরিবেশ হবে, আমরা চিন্তা করিনি। আমরা সবসময় দেখেছি রুমা… শান্তিপ্রিয় মানুষগুলো এই এলাকায় থাকেন। তারা হঠাৎ করে এই ঘটনা কেন ঘটল, এটাই আমাদের কাছে আজকে প্রশ্ন জাগিয়েছে?
‘আমরা দেখেছি ডাকাতির মূল উদ্দেশ্যটা ছিল হয়তো অর্থ সংগ্রহ করা, এখন পর্যন্ত আমরা যা মনে করছি। আমরা সবকিছুই দেখব। অর্থ সহকারে এবং পোশক সহকারে এখানে ঢুকবে, আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে, এইটাও কাম্য নয়।’
সরকারের অবস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, ‘যা করার নিরাপত্তা বাহিনী এখন করবে। আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে যাব। আমরা কোনোক্রমেই আইনশৃঙ্খলা ভঙ্গ করতে আর দেব না।
‘এই শান্তিপ্রিয় এলাকায়, যেখানে নাকি শান্তির সুবাতাস সবসময় বইত, এখানে অশান্তি হোক আমরা চাই না। আমরা অবশ্যই এর কারণ, কারা করেছে, কাদের সহযোগিতা ছিল, সবগুলি আমরা বের করব এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘এ দেশের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে, তারা তাদের মতো করে করবেন। আমাদের যেটা কথা, আমরা কোনো জিনিসকেই আমরা আনচ্যালেঞ্জড যেতে দেব না।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কারও গাফিলতি আছে কি না, আমরা সবকিছুই দেখব।’