কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট – কেএনএফকে অস্ত্র সমর্পন করে পাহাড়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে পাহাড়ের নৃগোষ্ঠীগুলোর সদস্যদের নিয়ে গঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটি। আজ রবিবার (৭ই এপ্রিল) এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে কমিটির পক্ষ থেকে বলা হয়, কেএনএফ তাদের সাথে হওয়া সমঝোতা চুক্তির সব শর্ত লঙ্ঘন করেছে। তাদের সাম্প্রতিক সশস্ত্র  হামলা, নিরীহত নাগরিকদের জিম্মি, অর্থ ও অস্ত্র লুটের ঘটনায় গোটা জাতি স্তম্ভিত করেছে।

শান্তি প্রতিষ্ঠা কমিটি জানায়, কেএনএফের দাবিগুলো এরই মধ্যে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এমন সময় তাদের এমন উদ্ভট আচরণ অগ্রহণযোগ্য। তারা তাগিদ দেন।

পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে লুট হওয়া আনসার বাহিনীর ১৪টি অস্ত্র উদ্ধা করা জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করেন কমিটির নেতারা।

উল্লেখ্য যে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাহাড়ি সব সম্প্রদায়ের নেতাদের সমন্বয়ে গত ৯ জুন ২০২৩ সালে ১৮ সদস্য বিশিষ্ট শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। কমিটি কেএনএফ এবং অন্যান্য অংশীজনদের মধ্যে বৈঠক করে ৭টি সমঝোতা স্বাক্ষর করাতে সক্ষম হয়। কিন্তু সেসব সমঝোতা উপেক্ষা করেই কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যরা সম্প্রতি সহিংস আচরণ শুরু করে।

শান্তি প্রতিষ্ঠা কমিটির এই বিবৃতিতে সই করেছেন সদস্য সচিব লালজারলম বম এবং আহ্বায়ক ক্য শৈ হ্লা।