রূপসা রেলসেতুতে ধাক্কা লেগে একটি সারবোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে। রোববার (৭ এপ্রিল) দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মো.শরিফুল রহমান।
তিনি জানান মোংলা সমুদ্রবন্দর থেকে সারবোঝাই কার্গো এম ভি থ্রি লাইট ১ নওয়াপাড়া যাবার পথে রুপসা নদীর উপর নির্মিত রেলসেতুর পিলারে ধাক্কা লেগে ডুবে গেছে। কার্গোটিতে একজন চালক ও ১৩ শ্রমিক ছিল। তাদের মধ্যে ১২জন কূলে উঠেছে। এখন দুই’জন নিখোঁজ হয়েছেন।
নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও বিআইডব্লিউটিসি অভিযান শুরু করেছে।