ঈদের ছুটি শুরু হওয়ার আগেই যানজট এড়াতে রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের চাপ বেড়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ পদ্মা সেতুর টোল প্লাজায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে তৈরি হয় দীর্ঘ যানবাহনের সারি। থেমে থেমে অব্যাহত থাকে দুপুর পর্যন্ত।
এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাওয়া টোল প্লাজাতেও যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে।
অপর দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে রয়েছে যানবাহনের চাপ। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে মহাসড়কটিতে। তবে পদ্মা সেতু টোলপ্লাজায় বড় যানবাহনের তুলনায় মোটরসাইকেলর চাপ রয়েছে অতিরিক্ত।
আজ মঙ্গলবার (৯ই এপ্রিল) সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসেওয়ের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ দেখা যায়। একসঙ্গে অনেক গাড়ির চাপের কারণে টোল প্লাজা প্রায় এক কিলোমিটার এলাকায় গাড়ি ধীরগতিতে চলছে।
একই চিত্র দেখা গেছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে সেখানে অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিয়ন্ত্রণ কাজ করছে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও সেচ্ছাসেবীরা।