উয়েফা ইউরোপা ফুটবল লিগের কোয়ার্টার ফাইনালে হেরেছে ইংলিশ ক্লাব লিভারপুল ও ইতালিয়ান ক্লাব এসি মিলান। এনফিল্ড স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে স্বাগতিক লিভারপুল ৩-০ গোলে হেরেছে ইতালিয়ান ক্লাব আটালান্টার কাছে। নিজেদের মাঠে শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে লিভারপুল।
এসি মিলানকেও নিতে হয়েছে পরাজয়ের স্বাদ, এএস রোমা তাদের বিপক্ষে একমাত্র গোলের জয় পায়। মার্সেইকে ২-১ গোলে হারিয়েছে বেনফিকা।
বৃহস্পতিবার রাতে অ্যানফিল্ডে ম্যাচের ৩৮ মিনিটে লিড পায় আটালান্টা। ডানপায়ের শটে লক্ষ্যভেদ করেন জিয়ানলুকা স্কামাক্কা। ৬০ মিনিটে স্কামাক্কা আবারো বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। মারিও প্যাসালিক ৮৩ মিনিটে গোল করে অলরেডদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।
ঘরের মাঠ বেঅ্যারেনাতে সহজে জালের দেখা পাচ্ছিল না লেভারকুসেন। ৮৩ মিনিটে ভাঙে ডেডলক। কর্নার কিক থেকে পাওয়া বলে নিশানাভেদ করেন জোনাস হফম্যান। যোগ করা সময়ের প্রথম মিনিটে হেডে বল জালে পাঠান ভিক্টর বোনিফেস।
স্টেডিও জিউসেপ মেজায় এসি মিলান ১৭ মিনিটে গোল হজম করে বসে। হেডে ম্যাচের একমাত্র লক্ষ্যভেদটি করেন রোমার ইতালিয়ান ডিফেন্ডার জিয়ানলুকা মানচিনি।
এদিকে, এস্তাদিও দা লুজে হওয়া ম্যাচের ১৬ ও ৫২ মিনিটে বেনফিকার হয়ে গোল পান রাফা সিলভা ও এঙ্গেল ডি মারিয়া। ৬৭ মিনিটে মার্সেইয়ের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং।