মেজর লিগ সকারের ম্যাচে স্পোর্টিং কানসাস সিটিকে ৩-২ গোলে হারায় মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচ পর জয়ের দেখা পেল মায়ামি। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। যে কারণে জাতীয় দল এবং ইন্টার মায়ামির হয়ে বেশ কিছু ম্যাচে খেলা হয়নি তার। আর মেসিকে ছাড়া রীতিমত ঝিমিয়েই পড়ে মায়ামি। অবশেষে কেটেছে মায়ামির জয়খরা। আর্জেন্টাইন জাদুকরই মায়ামিকে জয়ে ফিরিয়েছেন।

বাংলাদেশ সময় রোববার সকালে ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় কানসাস। বক্সের একটু ভেতরে ডানপ্রান্ত থেকে দুর্দান্ত এক শটে সামনের তিন ডিফেন্ডার ও গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান টমি।

১৮তম মিনিটে চার ডিফেন্ডারের মাঝ দিয়ে চোখধাঁধানো এক পাস দিয়ে কানসাসকে বিভ্রান্ত করেন মেসি। বক্সের ভেতর বল ধরে নিখুঁত ফিনিশিংয়ে মায়ামিকে সমতায় ফেরান দিয়েগো গোমেস।

২৭তম মিনিটে বক্সের ভেতর থেকে মেসির শট ঠেকিয়ে দেন কানসাসের গোলকিপার। একটু পর তার একটি হেড বাইরে চলে যায় অল্পের জন্য। ৪১তম মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার বাঁকানো ফ্রি কিক একটুর জন্য চলে যায় বাইরে।

প্রথমার্ধ শেষ হয় সমতায়। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে মেসির গোল। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরাল শট লাফিয়ে নাগাল পাননি কানসাসের গোলকিপার।

এর সাত মিনিট পরই টমির গো সমতায় ফেরে কানসাস। কর্নার থেকে ফিরে আসা বলে বক্সের কোণা থেকে অসাধারণ এক ভলিতে গোল করেন ২৯ বছর বয়সী ফুটবলার।

দুই দল আক্রমণ করে আরও বেশ কিছু। কিন্তু সফল হতে পারছিল না কোনো দলই। ৭১তম মিনিটে কানসাসের রক্ষণের বড় ভুলে গোমেসের পাস পেয়ে খুব কাছ থেকে আলতো টোকায় গোল করেন লুইস সুয়ারেস। সেই গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয় ম্যাচে।

জয়ে ফেরার ম্যাচে মায়ামির জন্য একটু অস্বস্তির ব্যাপার, দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার জর্দি আলবা।

এই জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট মায়ামির। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিউ ইয়র্ক রেড বুলসের।