ঈদুল ফিতরের টানা ছুটি কাটিয়ে রাজধানীতে পেশাজীবী শ্রমজীবী মানুষ ফিরতে শুরু করেছে। আজ সোমবার (১৫ এপ্রিল) থেকে অফিস-আদালত খোলার কথা রয়েছে। পরিবার নিয়ে গ্রামে ঈদ কাটিয়ে হাসিমুখে মানুষ কর্মস্থলের উদ্দেশ্যে রাজধানী ঢাকায় ফিরছেন।
সে কারণে, ভোররাত থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন আর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ঈদে বাড়ি যাওয়া মানুষের রাজধানীমুখী স্রোত।
এদিকে, পদ্মাসেতু চালু হবার পর থেকেই সদরঘাটে নেই সেই চীরচেনা উপচে পড়া ভিড়। দুর্ভোগ ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রিরা। পথে কোন যানজট না থাকায় স্বস্তি নিয়ে ঢাকা ফিরছেন বাসযাত্রীরাও।