নরসিংদী সদর উপজেলায় প্রকাশ্যে এক ইউপি সদস্যকে গলা কেটে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার দুপুর পৌনে ২টার দিকে নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নের পাকুড়িয়া বাজারে জনসম্মুখে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল ভৌয়ম গ্রামের শাজাহান মিয়ার ছেলে। তিনি আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, প্রথমবার জনপ্রতিনিধি নির্বাচিত হন রুবেল। দুপুরে মোটরসাইকেলে করে নরসিংদী জজ কোর্ট থেকে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত প্রথমে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে রুবেল এবং তার সহযোগী ইসমাইল মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে দুর্বৃত্তরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে মৃত্যু নিশ্চিত করতে পালিয়ে যায়।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। স্বজনদের অভিযোগ আমলে নেওয়া হচ্ছে।